টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে।
Published : 28 Dec 2024, 08:59 PM
গোপালগঞ্জে টাকা নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে ওই নারীর শরীরের নিচের অংশ পুড়ে গেছে।
শুক্রবার গভীর রাতে মুকসুদপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।
ওসি জানান, ৩৭ বছর বয়সী ওই নারীর পরিবারের সঙ্গে একই গ্রামের আরেকটি পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে।
এরই জের ধরে শুক্রবার রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত ওই নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের একজন। পরে পরিবারের লোকজন নারীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ওসি মোস্তফা কামাল আরও বলেন, খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।