Published : 06 May 2025, 06:05 PM
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের এক এসআইয়ের বাসা থেকে ম্যাগাজিন ও ২৪টি গুলিসহ একটি পিস্তল চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় এসআই রাকিব উদ্দিন ভূঁইয়া আহমেদকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে জানান ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম।
একইদিন দুপুরে ফরিদগঞ্জ থানা থেকে মাত্র একশ গজ উত্তরে একটি চারতলা ভবনের চতুর্থতলার একটি ফ্ল্যাট থেকে পিস্তলটি চুরি হয়ে যায়।
ওসি শাহ্ আলম বলেন, এসআই রাকিব আহমেদ ভবনের চতুর্থতলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে একাই থাকেন। ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে পুলিশ সদস্যরা ভাড়া থাকেন। ভবনটির উত্তরে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
দুপুরে আগে বা পরে চোরের দল বাসার তালা ভেঙে দুটি ম্যাগাজিনে ১৬টি গুলিসহ একটি ৯ এম এম তরাশ পিস্তল ও ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।
খবর পেয়ে রাতে চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার এস এম মোস্তাইম, সিআইডি ও ডিবির চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এসআই রাকিব বলেন, “দুপুরে বাসা থেকে বের হয়ে থানায় যাই। বিকালে ৪টায় বাসায় গিয়ে দেখি দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ। এ ছাড়া ব্রিফকেসে থাকা গুলিসহ সরকারি পিস্তল ও টাকা খোয়া গেছে।”
এ ঘটনায় এসআই রকিবকে সাময়িক বরখাস্ত করে চাঁদপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে জানান ওসি শাহ্ আলম বলেন।