শনিবার সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সন্মেলনে তিনি এসব কথা বলেন।
Published : 21 Sep 2024, 06:36 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে সুসংহত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে হবে, আবার তাদের সংস্কারের সুযোগও দিতে হবে। ৫ অগাস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।”
শনিবার সকালে শহরের দারুল ইসলাম একাডেমি মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সন্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী নিরস্ত্র বাঙালির উপর হামলা করে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। সেই প্রেক্ষাপটে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে এবং বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিল। সেই সময় থেকেই শুরু হয় নানা বৈষম্য। যার অবসান হয়েছে চলতি বছরের ৫ অগাস্ট।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, “আপনি (শেখ হাসিনা) বলেন, টুস করে দেশে ঢুকে পড়বেন। আপনাকে পালাতে বলেছিল কে? আপনি সব সময় বলতেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন, বিচারকরা স্বাধীন। পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন। আপনি দেশে ফিরুন, স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মের ফল ভোগ করুন।”
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহিনুর ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
পরে বিকালে একই মঞ্চে সুধী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতারা।