“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
Published : 19 Mar 2025, 12:48 PM
খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেটে অগ্নিকাণ্ডে কাপড়, প্রসাধনী ও ক্রোকারিজসহ বিভিন্ন ধরনের ৪০-৫০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে
খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মতিয়ার রহমান জানান।
এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে বলে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এক বছর আগে ভেঙে ফেলা ‘পিকচার প্যালেস’ সিনেমা হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নামের ওই অস্থায়ী মার্কেটটি তৈরি করা হয়েছিল। এতে কাপড়, প্রসাধনী, ক্রোকারিজসহ বিভিন্ন ধরনের ৪০-৫০টি দোকান ছিল।
বুধবার ভোরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। বেশির ভাগ মালামাল পুড়ে যায়।
ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটটি ‘অপরিকল্পিতভাবে’ গড়ে ওঠায় সেখানে আগুন লাগার ঝুঁকি ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাদের সব মালামাল পুড়ে গেছে। ঈদের আগে এ ক্ষতি কিভাবে সামাল দেবেন, সেই দুশ্চিন্তায় আছেন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা।
ওসি সানোয়ার হুসাইন বলেন, “আগুন লাগার খবর পেয়ে টুটপাড়া, খালিশপুর ও বয়রা স্টেশনের নয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে এবং কি কারণে আগুন লেগেছে, তা তদন্ত না করে বলা যাবে না।
“তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”