ছয় দিন আগে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
Published : 03 Dec 2024, 12:15 AM
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৫৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
ঘটনার ছয় দিন পর রোববার রাত ১১টার দিকে কোটালীপাড়া থানার এসআই আল আমিন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ওই থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
মামলায় ৫৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ২৬ নভেম্বর বিকালে উপজেলার ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের এক পর্যায়ে বিক্ষোভকারীদের হামলায় ওসি আবুল কালাম আজাদসহ তিন পুলিশ সদস্য আহত হন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর মুক্তির দাবিতে সনাতনী সম্প্রদায়ের কয়েকশ লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
“বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ তিন পুলিশ সদস্য আহত হই।”