ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 16 Mar 2025, 02:49 PM
লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটাসহ পাথর দিয়ে হাত-পা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার রাতে লক্ষ্মীপুর পৌর এলাকার কালু হাজী সড়ক এলাকায় ওই দম্পতির ভাড়া বাসায় ঘটা ঘটনাটির কথা শুনেছেন বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
রিনা আক্তার নামে ভুক্তভোগী ওই নারীর ভাই অ্যাম্বুলেন্স চালক হোসেন আহমেদ রোববার বলেন, তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশ থিয়েটারে নেওয়া হয়।
তার অবস্থা ‘খুবই খারাপ’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হোসেন বলেন, “আমি ঢাকা থেকে এসে থানায় মামলা করব।”
হোসেনসহ স্থানীয় লোকজন জানান, বাড়িতে ঘর না থাকায় রিনা ও তার স্বামী আলমগীর কালু হাজী সড়ক এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।
শনিবার রাতে রিনা সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দেন। এছাড়া পাথর দিয়ে রিনার দুই হাত ও দুই পা থেঁতলে দেওয়া হয়।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।
হোসেন আহমেদের অভিযোগ, “কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত। বিষয়টা স্থানীয় লোকজনও জানিয়েছে।”
এদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় আলমগীর হোসেনের বক্তব্য জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, “সকালে ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”