“শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”
Published : 18 Oct 2024, 03:54 PM
সাভারে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান।
মৃতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিছুর রহমান (৩৩) ও ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে একজন মাটি খোঁড়ার কাজ করছিল। আরেকজন ওপর থেকে রশি বেঁধে মাটি তুলছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কুয়োর ভেতরের শ্রমিকের কোনো সাড়াশব্দ না পেয়ে আরেক শ্রমিকও ভেতরে নামে।
এরপর দীর্ঘসময় পেরিয়ে গেলেও দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জুয়েল মিঞা বলেন, “সেপটিক ট্যাংকের ভেতরে শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তাদের লাশ উদ্ধার করা হয়েছে; আইগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।”