পুলিশ কর্মকর্তাকে কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
Published : 04 Jan 2024, 08:53 PM
ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে ডিএমপির এক উপকমিশনারকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার দুপুরে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ বেলাল উদ্দিন পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিস পাঠান বলে আদালতের পেশকার সাহেদ হোসেন বাচ্চু জানান।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।
ডিএমপি সদর দপ্তরে উপকমিশনার (উন্নয়ন) পদে কর্মরত জসিম উদ্দিনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আপনি ২৫ ডিসেম্বর ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামে নৌকার প্রার্থীর প্রচারে ফুলের মালা পরে অংশগ্রহণ করেছেন এবং ফুলের মালা পরিহিত অবস্থায় আপনার ছবি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।
“এ অবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ (১) (২) এর বিধানমতে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হল।”
২৫ ডিসেম্বর শর্শদি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর গ্রামে প্রচারে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। জসিম উদ্দিনের গ্রামের বাড়িও জাহানপুর গ্রামে।
এ বিষয়ে জানতে জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করে এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।