সকালে দিনাজপুর সরকারি কলেজ থেকে ওই দুই শিক্ষার্থী ক্যাম্পাসে বেড়াতে এসেছিলেন বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Published : 12 Oct 2023, 07:31 PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
মৃত সাদিয়া আক্তার প্রীতি (২৩) জেলা শহরের বালুবাড়ি এলাকার সাদেক আলীর মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অসুস্থ লিপা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গাপাড়ার মোস্তফার মেয়ে। তিনি একই কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মামুনুর রশিদ বলেন, “আমরা জানতে পেরেছি সকালে ওই দুই শিক্ষার্থী ক্যাম্পাসে বেড়াতে এসেছিলেন। পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে পাঠানো হয়। তাদের একজন মারা গেছেন।”
তবে পুকুরে ডুবে যাবার ঘটনার পেছনে কোনো কারণ থাকলে তা পুলিশ তদন্ত করে বের করবে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারকে জানানো হয়েছে। তবে তারা কী জন্য সেখানে গিয়েছিলেন তা তদন্ত করে দেখা হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।