ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে ট্রাক্টর চালক মামুন মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
Published : 02 Sep 2024, 12:18 AM
কিশোরগঞ্জে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১৭ জনকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
রোববার দুপুরে বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক পার্থ ভদ্র মামলাটি এফআইআর হিসাবে গ্রহণের জন্য ভৈরব থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলাটির আসামি পক্ষের আইনজীবী তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে ট্রাক্টর চালক মামুন মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান ও নাজমুল হাসান পাপনের পিএস আলমগীর হোসেনের নাম আসামি হিসেবে রয়েছে।
মামলার বাদী মামুন মিয়া বলেন, ১৯ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ্ কায়সার পাদুকা মার্কেটের সামনের রাস্তায় শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় তিনি পেট্রোল পাম্প থেকে বাড়ি যাচ্ছিলেন। তখন পাপনের নির্দেশে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় আসামিরা। তাকে কুপিয়ে একটি হাত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে যায়।
তিনি জানান, এরপর স্বজনরা প্রথমে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে তার ডান হাতটি কেটে বিছিন্ন করে ফেলেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য পাপন বিগত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে ছিলেন।