পুলিশ জানায়, জব্দ ফোনগুলোর দাম প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
Published : 07 Nov 2023, 10:18 AM
খাগড়াছড়িতে চোরাইপথে আনা ভারতীয় কিছু স্মার্ট ফোন জব্দ করেছে থানা পুলিশ। এর সঙ্গে জড়িত তিনজনকে আটকও করেছেন তারা।
সোমবার রাতে মাটিরাঙার শান্তি কাউন্টারের সামনে থেকে এসব ফোন জব্দ করা হয় বলে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান।
আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধিপাড়া) এলাকারমো. আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ শান্তিপুর এলাকার মো. ইমাম হোসেন (২৭) ও মো. বেলাল হোসেন (২৯)।
ওসি জাকারিয়া জানান, ভারতে ব্যবহৃত পুরোনো ফোন চোরাইপথে সীমান্তবর্তী এলাকা দিয়ে এনে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। গোপন খবরে মাটিরাঙার শান্তি কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিভিন্ন কোম্পানির ৬০টি ব্যবহৃত ভারতীয় স্মার্ট ফোন পাওয়া যায়।
ওসি আরও জানান, জব্দ ফোনগুলোর দাম প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
এদিকে, যেকোনো মূল্যে চোরাকারবারীদের লাগাম টানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।