‘চার চোর দুই গোয়াল থেকে আটটি বাছুর নিয়ে লেগুনায় করে পালানোর চেষ্টা করে।’
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু রয়েছে।
উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান।
মৃত কাউসার ওই গ্রামের শেকুল মিয়ার ছেলে।
ওসি বলেন, “কাউসার বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে কাউসারের লাশ ভাসতে দেখা যায়।
“বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কাউসারকে মৃত ঘোষণা করেন।”
পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।