পুলিশ বলছে, উদ্ধার স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।
Published : 17 Nov 2024, 10:20 PM
ফেনীর সদর উপজেলায় এক যুবকের জুতা থেকে দশটি স্বর্ণের বার উদ্ধারের পর তাকে আটক করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন ডিজেল ইঞ্জিন গ্যারেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে তল্লাশির সময় ওই স্বর্ণ উদ্ধার হয়।
আটক দ্বিজেন ধর (৩৮) চট্টগ্রাম জেলার রাউজান থানার কেউটিয়া ইউনিয়নের কেউটিয়া গ্রামের সুধাংশ বিমল ধরের ছেলে।
পুলিশ সুপার বলেন, “মাদকের একটি চালান পাচারে গোপন তথ্যে ঘটনাস্থলে গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী ‘তিশা প্লাটিনাম’ বাস থেকে সন্দেহভাজন দ্বিজেনকে নামিয়ে এনে তার শরীরে তল্লাশি করা হয়। পরে তার কাছে কোনো মাদক না পেয়ে ছেড়ে দেয় পুলিশ।
“পরে তিনি বাসে ওঠার সময় তার জুতার দিকে পুলিশের নজর পড়লে সন্দেহ হয়। ফের তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার জুতায় স্বর্ণের বার আছে বলে পুলিশকে জানায়। পরে সেখান থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”
উদ্ধার সোনার আনুমানিক ওজন ১১'শ ৬৬ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, “আটক যুবককে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।