পথচারীর কাছে মাদক রয়েছে বলে হাতকড়া পরিয়ে চাঁদা দাবি করা হয়; দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধরও করা হয় বলে জানায় পুলিশ।
Published : 04 Dec 2024, 10:40 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার রাতে উপজেলার বিষুগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান শরীয়তপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর।
আটকরা হলেন- উপজেলার পাঁচক এলাকার আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় সিকদার (২৩), একই উপজেলার উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) এবং লক্ষ্মীপুর এলাকার ইদ্রিস আলী বেপারীর ছেলে ইনছান আলী (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ওই এলাকার শাহিন হাওলাদার শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তার গতিরোধ করেন।
“শাহিনের কাছে মাদক রয়েছে, বলে তাকে হাতকড়া পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিনকে মারধর করা হয়। পরে তিনি মোবাইলে তার বাবা শাহজাহান হাওলাদারকে টাকা নিয়ে আসতে বলেন।
“শাহজাহান ঘটনাস্থলে এসে তাদের হাতে ২২ হাজার ৯০০ টাকা তুলে দিলে শাহিনের হাতকড়া খুলে দেওয়া হয়। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহিন ও তার বাবা চিৎকার করলে স্থানীয়রা এসে হৃদয় সিকদার, সুমন চৌকিদার ও ইনছান আলীকে আটক করে। তবে তাদের মধ্যে একজন টাকা নিয়ে পালিয়ে যান।”
পুলিশ পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনের পরিচয় যাচাই করি। তারা গোয়েন্দা পুলিশের সদস্য নয় বলে নিশ্চিত হই।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে; তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।