Published : 07 Nov 2024, 08:23 PM
আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল; তাদের সঙ্গে গণতন্ত্র মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেছেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, পালিয়ে গেলেও তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ দেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
সম্প্রতি ক্ষমতাচ্যুতের পর দেশত্যাগ করা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ লন্ডনে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজনে বিএনপির সঙ্গে কাজ করতে চাওয়ার বিষয়ে সমালোচনা করেছেন সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, “তারা এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়; এটি সম্ভব নয়। কারণ আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না। তারা অতীতে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল।”
দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, হাদীয় চৌধুরী মুন্নি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ড্যাব সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলাম এবং জেলা বারের কৌঁসুলি আশিক উদ্দিন উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।