২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
“দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিকৃতি করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রা প্রচলন করেছিল।”
নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার ‘কখনও ডিসেম্বর, কখনও জুন’ এর বক্তব্য ‘জনগণ ও আন্তর্জাতিক মহল’ ভালোভাবে দেখছে না বলেও ভাষ্য তার।
দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
‘‘এদেরকে এখনই থামিয়ে না দিলে এরাই হবে আগামীদিনের বেনজীর, আসাদ, হাবিব, হারুণ, বিপ্লব, মনিরুল, প্রলয় কুমার বা কৃষ্ণপদ,” বলেন সালাহ উদ্দিন।
বিএনপি অভিযোগ করে আসছে, সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারত যাননি, তাকে ধরে নিয়ে সীমান্তে পার করে দেওয়া হয়েছিল। এর পেছনে তখনকার আওয়ামী লীগ সরকারের হাত ছিল।