Published : 03 Aug 2023, 06:50 PM
ঢাকার ডেমরা-যাত্রাবাড়ী-জুরাইন এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার মো. আ. আহাদ।
সালাহ উদ্দিনের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, “বাবা দুপুর দেড়টার দিকে আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে গোয়েন্দা বাহিনীর সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে গে্ছে।”
১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসনের (ডেমরা-যাত্রাবাড়ী-জুরাইন-পোস্তগোলা-কদমতলী) সংসদ সদস্য সালাহ উদ্দিন ২০১৮ সালে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক।
সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ডিবি কর্মকর্তা আহাদ বলেন, গত শনিবার যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হামলা-ভাংচুরের মামলার আসামি তিনি।
“যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাল তাকে আদালতে পাঠান হবে,” বলেন তিনি।
গত ২৮ জুলাই ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। সেদিন যাত্রাবাড়ী এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিতে না পেরে মাতুয়াইলে মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেদিন সেখানে সংঘর্ষের মধ্যে তিন বাসে আগুন দেওয়া হয়েছিল।
সেই সংঘাত ঘিরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ডেমরা ও কদমতলী থানায় একটি করে এবং যাত্রাবাড়ী থানায় দুটি করে মামলা হয়।
অবস্থান কর্মসূচিতে সংঘাত: বিএনপির ১২২ জন কারাগারে, রিমান্ডে ২৫
গ্রেপ্তার না করার নির্দেশনা ছিল আদালতের: আইনজীবী
সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করার বিষয়ে হাই কোর্টের মৌখিক নির্দেশনা ছিল বলে দাবি করেছেন তার আইনজীবী।
গ্রেপ্তারের পর সন্ধ্যায় তার আইনজীবীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আদালতের নির্দেশনার কথা জানান।
সালাহ উদ্দিনের আইনজীবী মো. জহিরুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, বিএনপি নেতার জামিনের জন্য হাই কোর্টে নথি উত্থাপন করা হলে আদালত রোববার আদেশের দিন ধার্য করে।
“তার আগ পর্যন্ত গ্রেপ্তার কিংবা হয়রানি যাতে না করা হয়, সে ব্যাপারে আদালত মৌখিক নির্দেশনা দেন। আর এই নির্দেশনা আইনজীবী সার্টিফিকেট আকারে আইন শৃ্ঙ্খলা বাহিনীর কাছে জমা দিতে বলা হয়।”
সেই সনদ নিয়ে গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে সফল না হয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে জমা দেন বলে জানান সুমন।
এ বিষয়ে ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন একাধিক মামলার আসামি। তিনি জামিনে ছিলেন না।
সালাহ উদ্দিনকে এভাবে গ্রেপ্তারের আইনি প্রতিকার চাইবেন বলে জানান তার আইনজীবী। তবে তিনি বলেন, যেহেতু দুদিন আদালত বন্ধ। রোববারের আগে তাদের করার কিছু নেই।