“দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিকৃতি করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রা প্রচলন করেছিল।”
Published : 14 Apr 2025, 09:58 PM
পহেলা বৈশাখের শোভাযাত্রাকে বাংলাদেশের ‘সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
সোমবার বিকালে রমনা পার্কের শতায়ু প্রাঙ্গণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বৈশাখের শোভাযাত্রা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বৈশাখী মেলা, তালপাতার পাখা ও বাঁশি আমাদের সংস্কৃতি।“
সালাহ উদ্দিন বলেন, “যেসব অপসংস্কৃতি আমাদের ইতিহাস-ঐতিহ্য বিকৃত করার জন্য অনুপ্রবেশ করেছিল, তাদের বিদায় করা আমাদের দায়িত্ব।”
“মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলঘট, মঙ্গল কাব্য, মঙ্গলগীতের ভাব বৈষিষ্ট্য সংস্কৃতির একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে। আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব।
“এই ভূখণ্ডের, এই বাংলাদেশের হাজার বছরের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি। সেই সংস্কৃতি ও মূল্যবোধ বিকৃতি করতেই ১৯৯৬ সালে মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল আওয়ামী লীগ।”
তিনি বলেন, “যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পুরানিক, পৌত্তলিক ও অতি জাগতিক সংস্কৃতি চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি।”
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘ বাংলাদেশে সব জনগোষ্ঠীর সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্ত হয়েছে।
“শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লীতে। আর আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লীতে।”
নেতাকর্মীদের উদ্দেশ করে সালাহ উদ্দিন বলেন, “আমরা কি ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি?”
তখন নেতাকর্মীরা উচ্চকন্ঠে জবাব দেন ‘না’।
জাসাস নেতা ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব জাকির হোসেন রোকেন, সহসভাপতি লিয়াকত আলী ও সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।