আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 15 Mar 2025, 12:27 AM
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার দিরাই পৌর শহরে কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় কিশোরীটি ধর্ষণ চেষ্টার কবলে পড়ে। এক পর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচায়।
আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, “ইতোমধ্যে এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবার দিরাই থানায় অভিযোগ দিলেই মামলা নেওয়া হবে।”
পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার দিরাই পৌর শহরে কেনাকাটা করার পর বিকাল সাড়ে ৫টায় কিশোরীটি দিরাই বাসস্ট্যান্ডে এসে একটি অটোরিকশায় ওঠে। পরে আরও দুই যুবক গাড়িতে উঠতেই চালক দ্রুত চালাতে শুরু করেন। বাড়ির কাছে আসার পরও চালককে না থামিয়ে আরও জোরে চালাচ্ছিলেন। গাড়িতে থাকা দুই যুবক তার ফোন কেড়ে নন এবং তারা তার মুখ চেপে ধরে রাখেন।
তারা বলেন, এক পর্যায়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দেয়। রাত ৯টার দিকে তার এক আত্মীয় ঢাকা থেকে ফোন করে ঘটনাটি জানান। পরে পরিবারের লোকজন গিয়ে রাত ১১টায় কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েটি হাত, মাথা, মুখ ও চোখে আঘাত পেয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ থেকে বিষয়টি দিরাই থানার ওসিকে জানানোর পর রাত ৯টার দিকে অটোরিকশাসহ চালক ইমন খান (২৫) ও মিঠু মিয়া নামের আরেক যুবককে আটক করে পুলিশ।
এ দুইজনের বাড়ি দিরাই উপজেলার জকিনগর গ্রামে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসি সেন্টার-ওসিসি কর্মকর্তা সৈয়দা শাহনাজ মঞ্জুর ইভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নার্সরা তাকে জানিয়েছেন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।