রোববার দুপুরে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি জানান।
Published : 18 Nov 2024, 01:13 AM
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মামা-ভাগ্নের পারিবারিক বিরোধের জেরে সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।
রোববার দুপুর ২টার দিকে নাচোল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নাচোল পৌর এলাকার গুঠোইল মহল্লার মো. জসিমের সঙ্গে তার চাচাত মামা ঘাসুড়া গ্রামের রজব আলীর পারিবারিক বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে।
এরই জেরে রজব আলীর মেয়েজামাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী একদল লোক পাঠায়। তারা জসিমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় স্থানীয় লোকজন একজোট হয়ে তাদের তাড়া করে। পালাবার সময় স্টেশন এলাকায় তারা তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে মহল্লার লোকজন ছয়জনকে ধরে মারধর করে পুলিশের কাছে দেয়। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া সাতটি মোটরসাইকেলে আগুন দেয় স্থানীয় লোকজন।
তবে রাণিহাটি ইউপি চেয়ারম্যান রহমত আলী বলেন, “আমার লোকজন তাদের সমঝোতা করার জন্য গেছিল। ভুল বোঝাবুঝি থেকে দুজনের মধ্যে বিবাদ ছিল। তবে বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা জানি না। আমার লোকজনের সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।”
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জসিমের পক্ষে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।