“অনেকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি মেঝেতে পড়ে রয়েছেন।”
Published : 19 Jan 2024, 06:11 PM
চাঁদপুরে একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
চাঁদপুর নৌ-থানার এসআই জহির জানান, শুক্রবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে ‘এমভি বোগদাদিয়া-৭’ লঞ্চের নিচতলার ১০৩ নম্বর কেবিন থেকে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত মো.জয়নালের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করতেন।
বোগদাদিয়া-৭ লঞ্চের মাস্টার কলিমুল্লাহ বলেন, “সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি বেলা পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। সব যাত্রী লঞ্চ থেকে নেমে গেলেও নিচতলার ১০৩ নম্বর কেবিনের যাত্রী বের হচ্ছিল না।
“অনেকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি মেঝেতে পড়ে রয়েছেন।”
এসআই বলেন, “আমাদের খবর দেওয়া হলে জয়নালকে লঞ্চ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে। তার মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই জয়নালের মৃত্যু হয়েছে। যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই মৃত্যুর কোন কারণ বলা যাচ্ছে না। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।