একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
Published : 21 Oct 2024, 10:17 AM
যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোরটসাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।
উপজেলার ঝিকরগাছা পুরন্দরপুর মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন জানান।
নিহত আনারুল ইসলাম (৪৫) শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আনছার আলীর ছেলে।
এ ঘটনায় আাহত তার স্ত্রী ৩০ বছর বয়সী সাবিনা ইয়াসমিন পেশায় একজন এনজিও কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, “আনারুল ঝিকরগাছায় ব্র্যাকে কর্মরত স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই আনারুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাবিনাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।”
সাবিনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।