এ ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
Published : 06 Feb 2025, 10:32 AM
গোপালগঞ্জ সদর উপজেলায় ঘন কুয়াশায় চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ষোষগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রুমান জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পাশাপাশি থাকা একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের সঙ্গে অপর দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এ ঘটনার পর ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, নিহত রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন রাশেদ। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।