ওসি আমিনুল বলেন, গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল ওই তিন চোর।
Published : 31 Jan 2025, 05:27 PM
নেত্রকোণার মোহনগঞ্জে কৃষকের গরু (ষাড়) চুরির পর পিকআপে করে নিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ।
এসময় চুরি করা দুটি গরু ও ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো. আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো. আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো. রফিক (২৭)।
ওসি আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রাতেই থানায় অভিযোগ করেন।
পুলিশ গরুগুলো উদ্ধারে অভিযান শুরু করে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে ওই ষাড়সহ পিকাপটি আটক করে।
এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা তিন জনকেও আটক করা হয়। উদ্ধারকৃত ষাড় দুটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
ওসি আমিনুল আরও বলেন, গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল ওই তিন চোর।
পরে থানায় এ ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।