মহানগর পুলিশ কমিশনার বলেন, “জানতে পেরেছি, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন।”
Published : 12 Mar 2025, 09:20 PM
বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা চার দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি পুলিশ সদর দপ্তরে জানানো হয়েছে।
ওই কর্মকর্তার নাম রাশেদুল ইসলাম; তিনি মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত।
গত বছরের সেপ্টেম্বর মাসে মহানগর পুলিশের এডিসি হিসেবে যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আসেন। রোববার দুপুরে তিনি কার্যালয় থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রোববার দুপুরের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন রাশেদুল ইসলাম। কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন।
“তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ সদর দপ্তরকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন।”
পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় শিক্ষার্থী হত্যার মামলায় রাশেদুলকে আসামি করা হয়েছে।