ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদের এ ঘটনায় জড়িত সন্দেহে ডিজিটাল স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত অপারেটরকে আটক করেছে পুলিশ।
Published : 30 Dec 2024, 06:27 PM
ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা। এ ঘটনায় জড়িত সন্দেহে ডিজিটাল স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত অপারেটরকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ লোকজন ও নামাজিরা। পরে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে জমির হোসেন নামে এক যুবককে আটক করেছে বলে ফেনী সদর মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মসজিদের সামনে থাকা ডিজিটাল স্ক্রিনে সাধারণত নামাজের সময় এবং ইসলাম ধর্মের বিভিন্ন বাণী প্রচার করা হয়। তবে দুপুরে হঠাৎ করেই সেখানে সময়সূচির পরিবর্তে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভাসতে থাকে।
এটি দেখে উৎসুক মানুষ ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে পোস্ট দেন। তখন বিষয়টি জানতে পেরে মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উদ্বেগ প্রকাশ করেন।
ফেনী বড় জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) তাকে ফোন করে বিষয়টি অবগত করেছেন। পরে এডিসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খতিব বলেন, “১২ নভেম্বর মসজিদ পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপর মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার দেখা করে বিষয়টি স্মরণ করিয়ে দেন। কিন্তু বিগত দেড় মাসে নতুন কমিটি হয়নি।
“পুরনো কমিটির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা কোনো কারসাজি হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, “মসজিদের কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছে। তারাই এমন ন্যক্কারজনক কাজ করেছে। এ ঘটনায় বিক্ষোভ হবে।”