বুধবার রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
Published : 09 Oct 2024, 09:53 PM
পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটন খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে আপাতত পর্যটক ভ্রমণ বন্ধ রাখা প্রয়োজন তাই বন্ধ রাখা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরে খুলে দেওয়া হবে। জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করতে প্রশাসন কাজ করছে।”
বুধবার রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে।”
এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সুপ্রদীপ চাকমা বলেন, “সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়; তারপরও যতটুকু সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।”
তিনি শহরের বনরূপা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক পরিষদ কার্যালয় ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন।
রাঙামাটিতে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে এবং এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।