“জাকিরকে আটক করে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে প্যাঁচানো গামছার ভেতর থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়।”
Published : 13 Sep 2024, 04:46 PM
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বারসহ এক যুবককে আটকের খবর জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীররাতে ভোমরার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে স্বর্ণগুলো আটক করেন তারা।
আটক ৩১ বছর বয়সী জাকির হোসেন লক্ষ্মীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
লেফট্যানেন্ট কর্নেল বলেন, “লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে সোনার বড় একটি চালান ভারতে পাচার হওয়ার গোপন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।
“এ সময় জাকির হোসেনকে আটক করে তার শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে প্যাঁচানো গামছার ভেতর থেকে ১১টি সোনার বার উদ্ধার করা হয়।”
উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় জাকিরকে আটক করা হয়েছে জানিয়ে লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।