উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বলেন, নিহত ব্যক্তির পিঠে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত আছে।
Published : 04 Aug 2024, 04:21 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে কুমিল্লার দেবিদ্বারে পথচারী একজন নিহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া।
নিহত আবদুল্লাহ রুবেল (৩৩) উপজেলার বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে। তিনি প্রান্তিক নামের একটি পরিবহনের বাসচালক ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয়রা ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের বাধা দেন। এসময় দু’পক্ষ সংঘর্ষে জড়ালে ছাত্রলীগ নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ ও ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পথচারী রুবেল। তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বলেন, নিহত ব্যক্তির পিঠে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত আছে।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, “সংঘর্ষ চলাকালে রুবেল নামে একজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত এখনো জানি না। মরদেহ হাসপাতালে আছে।”