গত ১৮ মার্চ আসামিদের ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ ৷
Published : 13 Apr 2025, 07:55 PM
মিয়ানমারে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনের বিরুদ্ধে ফের আট দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে৷
রোববার দুপুরে ব়্যাবের করা একটি মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।
তিনি বলেন, এর আগে গত ১৮ মার্চ এ আসামিদের ১০ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ৷
জুনুনি ছাড়া বাকি পাঁচ আসামি হলেন, এআরএসএর সেকেন্ড ইন কমান্ড মোস্তাক আহাম্মদ (৬৬), সদস্য মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৭), মো. আসমত উল্লাহ (২৪) ও মো. হাসান (৪৩)।
গত ১৬ ও ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি ও ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার প্রধান জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
পরদিন বিকালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘ফরেনার্স আইন’ ও সন্ত্রাসবিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা করে ব়্যাব৷
আরো পড়ুন: