সোমবার শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Published : 23 Sep 2024, 09:18 PM
ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার বিকালে ফেনী জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পশ্চিম ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর চক্রবর্তী বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপ-পরিদর্শক, পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, এমনকি উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) কম্পিউটার অপারেটর দশম গ্রেডে বেতন পাচ্ছেন।
“এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। কৃষি ডিপ্লোমায় নিয়োগ পাওয়া উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পাচ্ছেন দশম গ্রেডে। তাহলে স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকরা কেন দশম গ্রেড পাবেন না? আমাদের দৈনিক টিফিনের ভাতা সাত টাকার কম, সেখানে অন্যরা পাচ্ছেন দৈনিক ২০০ টাকা। এটা মানা আমাদের জন্য ভীষণ কষ্টের।”
রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, “২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। কেবল এই বেতন কাঠামোর জন্য পেশাগত ও আর্থ-সামাজিক মর্যাদার দিক থেকে হেয়-প্রতিপন্ন হতে হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের।”
তিনি বলেন, “শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগে শিশুদের পড়ানোর পর শ্রেণিকক্ষের বাইরের আর্থ-সামাজিক বাস্তবতায় বিষণ্নতা আঁকড়ে ধরছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।”
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষক উপস্থিত ছিলেন।