মৌলভীবাজারে অটোরিকশা চালককে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 05:54 AM
Updated : 28 June 2022, 06:34 AM

উপজেলার কাকিয়া বাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে মো. জামু মিয়ার লাশ উদ্ধার করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি  হুমায়ুন কবির জানান।

নিহত মো. জামু মিয়া (৪৫) উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার বারিক মিয়ার ছেলে।

ওসি বলেন, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জামুর লাশ উদ্ধার করেন তারা। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে।

মৃত জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ জানান, তার চাচা অটোরিকশা চালানোর পাশাপাশি বর্গা চাষি হিসেবে কৃষি কাজ করতেন। তিনি দুটি বিয়ে করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দ্বিতীয় বউয়ের সঙ্গে ছিলেন।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।