নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে একটি ভবনের নির্মাণ কাজের সময় তিতাসের গ্যাস পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
Published : 17 Jun 2022, 01:49 PM
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।
“আমাদের আটটি ইউনিট সেখানে কাজ করছে। তবে বেলা দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।”
তিনি জানান, ভবনের পাইলিং করার সময় নিচে থাকা তিতাস গ্যাসের পাইপ লাইন ফেটে গিয়েছিল।
“তবে মোটামুটি খোলা জায়গায় হওয়ায় আশপাশে ছড়ায়নি। কারও আহত হওয়ার খবর আমরা পাইনি।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, আদমজী ইপিজেডের ভেতরে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ফ্যাশন সিটি কারখানার পাশে একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছিল সকালে।
শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক বশির আহমেদ জানান, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে ইপিজেডের কারখানা খানিকটা দূরে। ফলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সেখানে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। হতাহতের কোনো ঘটনা এখনও ঘটেনি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের উপ ব্যবস্থাপনা পরিচালক ইমাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে পাইলিংয়ের সময় আমাদের মেইন ট্রান্সমিশনের পাইপলাইন ফুটো হয়ে যায়। আমরা মেরামতের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।”
মেরামত কাজের জন্য মূল ট্রান্সমিশনের লাইন বন্ধ রাখায় সকাল থেকে সিদ্ধিরগঞ্জের এলাকার বাসাবাড়িতে চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।