এ ছাড়া আপিলে দুই মেয়র পদপ্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে আরও দুই প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর হয়েছে।
রোববার আমরণ অনশন শুরুর পঞ্চম দিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবক সবুর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনশনকারীদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন। উপাচার্যের বাসভবনের সামনে অনশনকারী আছেন ১২ জন।
স্বেচ্ছাসেবক সবুর বলেন, “গণঅনশনের ঘোষণা দেওয়ার পর নতুন করে আরও পাঁচজন আমরণ অনশনে বসেছেন। আরও অনেকেই বসবেন।”
বৃষ্টির শঙ্কায় চৌকি
এদিকে বৃষ্টির পূর্বাভাস পেয়ে অনশনকারীদের জন্য কাঠের চৌকির ব্যবস্থা করা হয়েছে।
নাম না বলার শর্তে একজন স্বেচ্ছাসেবক বলেন, “বৃষ্টি হবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেজন্য আমরা ৩০ থেকে ৪০ জন মিলে অনশনকারী ভাইবোনদের জন্য চৌকির ব্যবস্থা করেছি।
“কারণ রাস্তা ঢালু হওয়ায় বৃষ্টির পানি এলে তাদের বিছানাপত্র সবকিছু ভিজে যাবে। আমাদের ভাইবোনেরা দাবি আদায়ে নিজের জীবন বাজি রাখছেন”, যোগ করেন ওই স্বেচ্ছাসেবক।