খাগড়াছড়িতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, বাবা ও ছেলের মৃত্যু

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন। 

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2022, 07:45 AM
Updated : 19 Jan 2022, 07:51 AM

বুধবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মিজানুর রহমান। 

নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকার বাসিন্দা জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (২২)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি সিমেন্ট নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। বুদংপাড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রাকের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই ট্রাকের সামনে থাকা জীবন ও তার ছেলে নিহত হন। চালক মেহেদী হাসান লাভলু ও তার সহকারী (হেলপার) রাশেদকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

লাশ দুটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।