ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরত ২৩ জনের কোভিড শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা মোট ২৩ বাংলাদেশির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 08:41 AM
Updated : 27 May 2021, 08:41 AM

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার একরামউল্লাহ জানান, বুধবার পর্যন্ত বিভিন্ন সময়ে পরীক্ষা করা এই ২৩ জনের মধ্যে ইতোমধ্যে দুইজনের রির্পোট নেগেটিভ হয়েছে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বাকিরা ২১ জন ব্রাহ্মণবাড়িয়ার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আইসোলেশনে রয়েছেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট ১ হাজার ৪৭ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন।  যাদের ১৪ দিনের কোয়ারেন্টিন পূর্ণ হয়েছে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।