বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2021 02:02 PM BdST Updated: 25 Feb 2021 03:55 PM BdST
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কক্ষে ঢুকে গুলি করে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যা করা হয়েছে।
নিহত সমর বিজয় চাকমা (৩৮) উপজেলার রূপকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা সমর্থক অংশের সঙ্গে জড়িত ছিলেন।
বুধবার দুপুর ১টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন লোক কক্ষে ঢুকে এই হত্যাকাণ্ড চালায় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইউপি সদস্য সমর বিজয় চাকমা আমার কক্ষে বসে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন। এ সময় দুই-তিনজন লোক দরজার বাইরে উঁকি দিচ্ছিল। তাদের একজন রুমে ঢুকে সমর বিজয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। তারপর তারা দ্রুত অফিস ত্যাগ করে।”
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ চেয়ারেই পড়ে থাকতে দেখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শরিফুল ইসলাম বলেন, হত্যাকারীরা মোটরসাইকেলে করে এসেছিল। গুলি করেই তারা দ্রুত সেখান থেকে চলে যায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা জানান, নিহত সমর বিজয় চাকমা ছিলেন তাদের সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা।
এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা সমর্থক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মীদের দায়ী করে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন সুদর্শন।
তবে এ অভিযোগের বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কারও বক্তব্য জানা যায়নি।
-
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ
-
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
-
আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
-
‘যুবলীগ নেতার দখল’ থেকে বনভূমি উদ্ধার
-
গাইবান্ধায় ব্যবসায়ীর মৃত্যু: ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
-
জয়পুরহাটে ট্রাক্টর ও মাইক্রেবাস সংঘর্ষে নিহত ১
-
মেশিনগান পোস্ট এবার সোনাগাজী থানায়
-
জামালপুরে হত্যা মামলার আসামিকে গলা কেটে খুন
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল