ফরিদপুরে নারীদের আবাসনের ৪ তরুণীর ‘পলায়ন’
ফরিদপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 08:41 PM BdST Updated: 06 Dec 2020 02:36 PM BdST
ফরিদপুরে নারীদের জন্য গড়া একটি আবাসন থেকে চার তরুণী ‘পালিয়ে’ গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত ‘মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, ফরিদপুর’ নামের এই সে্ইফ হোমের অবস্থান জেলা শহরের টেপাখোলা এলাকায়।
ওই চার তরুণীর মধ্যে ২০ ও ২১ বছর বয়সী দুজন রাজবাড়ীর, ১৮ বছরের একজন গোপালগঞ্জের এবং ১৭ বছর বয়সী একজন শরীয়তপুর জেলার বাসিন্দা।
ওই আবাসনের উপ-তত্ত্বাবধায়ক রুমানা আক্তার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মোট ৭২ জন নিবাসী ছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য ‘ঘুমিয়ে’ থাকার সুযোগে শুক্রবার ভোর ৪টার এই চারজন গ্রিল ভেঙে পাচিল টপকে পালিয়ে যায়।
এরা ভবঘুরে হিসেবে তাদের নিজ জেলায় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে এই আবাসনে এসেছিলেন বলে তিনি জানান।
তিনি জানান, এই ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিবাসীদের সন্ধানে পুলিশের পাশাপাশি সেভ হোম কর্তৃপক্ষও কাজ করছে।
ফরিদপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান বলেন, ‘পালিয়ে’ যাওয়া নিবাসীদের উদ্ধারের চেষ্টা চলছে। ফরিদপুরের এই আবাসন থেকে কোনো নিবাসীর পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় যে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পালিয়ে যাওয়া তরুণীদের উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলেও তিনি জানান।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’