চালু হয়নি শিমুলিয়ার ফেরি

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে অষ্টম দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 11:20 AM
Updated : 10 Sept 2020, 11:20 AM

ফেরি বন্ধ থাকায় বৃহস্পতিবারও বৈরী আবহাওয়ায় ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে করে পার হন যাত্রীরা। কবে নাগাদ ফেরি চালু হবে তাও বলতে পারেনি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, ড্রেজার দিয়ে প্রতিনিয়ত পলি অপসারণ করা হচ্ছে। তবু ফেরি সচল করা যাচ্ছে না। কবে নাগাদ ফেরি সচল হবে তা এখনও বলা যাচ্ছে না।

লৌহজং টার্নিং চ্যানেলে পাঁচটি আর পদ্মা সেতু এলাকায় দুটিসহ বিআইডব্লিউটিএর সাতটি আর পদ্মা সেতুর একটি ড্রেজার প্রতিনিয়ত পলি অপসারণ করছে বলে তিনি জানান।

নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। মাঝে মাঝে অল্প কয়েকটা ফেরি দিয়ে গাড়ি পার করা হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।