ধামরাইয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাংবাদিককে খুন

ঢাকার ধামরাই উপজেলার এক স্থানীয় সাংবাদিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 01:16 PM
Updated : 3 Sept 2020, 01:16 PM

বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।

হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুলহাস উদ্দিন (৩৫) ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বিজয় টিভি’র স্থানীয় প্রতিনিধি ছিলেন।

আটককৃতরা হচ্ছেন, নিহতের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন (৩৫) এবং তার সহযোগী মোয়াজ্জেম (৩২)। তাদের বাড়ি মানিকগঞ্জের সদরে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে নিহতের দ্বিতীয় স্ত্রীর আগের স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হত্যার সাথে জড়িত দুজনকেই গ্রেপ্তার করে আনা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। 

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে দুইজন লোক সাংবাদিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে করে পালানোর চেষ্টা করে। তখন তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

“মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে সাংবাদিকের মৃত্যু হয়।“

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।