বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়ার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2020, 03:45 PM
Updated : 5 July 2020, 03:45 PM

রোববার সকালে মোহাম্মদ আলী হাসপাতালে এক পুরুষ রোগী এবং বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী রোগীর মৃত্যু হয়।

প্রয়াত (৬০) শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার এবং  ওই নারী (৫০) শহরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকার বাসিন্দা।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত রোববার সকাল সোয়া ৯টার দিকে ভর্তি হন। তার শ্বাসকষ্ট ছিল।

তিনি বিকাল ৫টার দিকে মারা যান উল্লেখ করে তিনি বলেন, “করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”

অপরদিকে, শিবগঞ্জের বাসিন্দা জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার রাত দেড়টার দিকে হাসপাতালে ভর্তি হন বলে জানান মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা.খায়রুল বাশার মমিন।

করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।