কোভিড-১৯: মাগুরায় আক্রান্ত একজনের মৃত্যু

মাগুরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 11:46 AM
Updated : 26 June 2020, 11:46 AM

শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামের মুন্সি মিজানুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু এবং ৯৭ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান।

মুন্সির ভাই সাইদুর বলেন, এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরে তার নমুনা পরীক্ষা করোনা হলে তিনদিন আগে তার করোনাভাইরাস ধরা পড়ে।

প্রদীপ বলেন, দুইদিন আগে মিজানুর ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে শুক্রবার নতুন ৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাগুরা পৌর এলাকার ৫ জনসহ ৬ জনের বাড়ি সদর উপজেলায় ও একজন শ্রীপুর উপজেলার বাসিন্দা।

নতুন আক্রান্তদের বাড়ি প্রশাসন লাকডাউন এবং পৌর সভার ৪ নম্বর ওর্য়াডের দুটি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।