কোভিড-১৯: যশোরে ৫ বছরের শিশু আক্রান্ত

যশোরে পাঁচ বছরের এক শিশুর কোভিড-১৯ শনাক্ত হয়েছে; যার দাদাও এর আগে আক্রান্ত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 07:21 AM
Updated : 6 May 2020, 07:21 AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ইকবাল কবির জাহিদ জানান, মঙ্গলবার তাদের ল্যাবরেটরিতে যশোরের ১৩টি নমুনার পরীক্ষায় হয়। তার মধ্যে এই মেয়েশিশুটির পজটিভ আসে।

শিশুটির বাড়ি জেলার অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহামন রিজভী বলেন, শিশুটির ৭০ বছর বয়সী দাদার গত ৩ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর ওই পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা দশজনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন দপ্তরের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়।

বুধবার পরীক্ষার প্রতিবেদনে পাওয়া গেছে বলে তিনি জানান। তবে শিশুটির দাদা কোথা থেকে কিভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহামন কিছু বলতে পারেননি।