হবিগঞ্জে চিকিৎসক আক্রান্ত, উপজেলা হাসপাতাল বন্ধ

হবিগঞ্জের লাখাইয়ে চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 02:57 PM
Updated : 21 April 2020, 02:57 PM

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সোমবার সিলেট থেকে আসা করোনাভাইরাসের রিপোর্টে হবিগঞ্জে চিকিৎসক ও নার্সসহ ১০ জন আক্রান্তের রিপোর্ট আসে।

“আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও  এক নার্স রয়েছেন।”

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, সংক্রমণ রোধে আগামী শনিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগসহ হাসপাতালের সব সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক বিভাগ খোলা থাকবে।

ইতোমধ্যে ডাক্তার নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

হবিগঞ্জে আক্রান্ত ১১ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আইসোলেসন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সোমবারের রিপোর্টে আক্রান্তদের পরিবার ও আশপাশের লোকজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান তিনি।