কুমিল্লায় চালের ডিলারশিপ হারালেন ছাত্রলীগ নেতা

কুমিল্লায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিলসহ জরিমানা গুণতে হয়েছে ছাত্রলীগ নেতা নুরুজ্জামানকে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2020, 06:28 PM
Updated : 14 April 2020, 06:28 PM

মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সরেজমিনে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ডিলার নুরুজ্জামান সরকার উপজেলার দারোরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মেহেদি হাসান জানান, গত সোমবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিতরণকৃত ১০ টাকা মূল্যে চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা। তখন ১৩টি কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ১৩ কার্ডে ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সকলের সম্মতিতে ও বিধি অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস জানান, চাল বিতরণের অনিয়নের তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তার ডিলারশিপ বাতিলসহ অর্থদণ্ড করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ওই ডিলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।