এসএসসি: গাজীপুরে পাঁচ শিক্ষককে অব্যাহতি

গাজীপুরে এসএসসির ইংরেজি পরীক্ষার দিন ওই বিষয়ের পাঁচ শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়ায় সাজা দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 05:47 PM
Updated : 6 Feb 2020, 05:47 PM

বৃহস্পতিবার এসএসসির ইংরেজি পরীক্ষায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এম ই এইচ আরিফ কলেজ পাঁচ শিক্ষককে কেন্দ্রের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যহতি পেয়েছেন-বাঘিয়া মমিন স্কুলের কাজী সালাহ উদ্দিন, এফ কে আর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মইনুল ইসলাম, অরবিটাল এডুকেয়ার স্কুলের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, ওই স্কুলের সহকারী শিক্ষক সবুজ মিয়া ও হাতিমারা উইনার্স পাবলিক স্কুলের শিক্ষক আল নাহিয়ান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলাম জানান, এদের সবাইকে এম ই এইচ আরিফ (ভেনু) কলেজ কেন্দ্রের পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিমুজ্জামান চৌধুরী বলেন, “বিষয় ভিত্তিক শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়ায় ওই কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব মো. আবুল কাশেমসহ সব কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এছাড়া কালিয়াকৈর উপজেলার ইউএনও কাজী হাফিজুল আমিন জানান, পরীক্ষায় নকল করার অভিযোগে শেওড়াতলী ভুবেনশ্বরী গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী তিন পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।