জেএসসিতে দেশ সেরা বরিশাল, এবারো এগিয়ে মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে এবারও সব বোর্ডের মধ্যে সেরা ফল দেখিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 02:02 PM
Updated : 31 Dec 2019, 02:02 PM

এ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ৯৭ দশমিক ০৫ শতাংশই পাস করেছে, যেখানে নয়টি সাধারণ বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার হয়েছে ৮৭ দশমিক ৫৮ শতাংশ।

বরিশাল বোর্ডে গতবারও পাসের হার একই ছিল। তবে এবার বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

গতবছর যেখানে ৪ হাজার ৯০৬ জন জিপিএ-৫ পেয়েছিল, এবার পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, এবছর বোর্ড থেকে ১ লাখ ১৩ হাজার ৯৮৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৯১৬ জন।

পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা- দুই ক্ষেত্রে এবারো মেয়েরা এগিয়ে।

ছাত্রীদের পাসের হার যেখানে ৯৭ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে পাস করেছে ৯৬ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন ছাত্রী; ছাত্রদের মধ্যে পূর্ণ জিপিএ পেয়েছে ১ হাজার ৮০০ জন।