ফেনীর সোনাগাজীতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিএস করিমের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে।
Published : 26 Jul 2019, 04:04 PM
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মদ জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় তিনজনকে কুপিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
সিএস করিমের ভাতিজা নূর মোহাম্মদ আজাদ জানান, সদর ইউনিয়নের পূর্ব ছাড়াইত কান্দি গ্রামে তাদের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে হানা দেয় ১৫/২০ মুখোশধারী ডাকাত।
“তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে। আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা।”
এ সময় ঘরের লোকজন চিৎকার শুরু করলে আজাদ ও তার ছোট ভাই নূর হাসনাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ডাকাতরা।
সেখানেও অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে সাত হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।
ইফতেখার হোসেনের স্কুলপড়ুয়া ছেলে ইসতেহার হোসেন চৌধুরীকেও ডাকাতরা পিটিয়ে আহত করে।
ওসি মঈন উদ্দিন আহম্মদ বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নূর মোহাম্মদ আজাদ এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান সিএস করিম ২০০৭-০৮ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের নভেম্বরে তিনি মারা যান।