গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

একটানা আটদিন বন্ধ থাকার পর গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু করেছে । 

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2019, 06:33 AM
Updated : 14 July 2019, 07:17 AM

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আ স ম রুহুল হক নান্নু জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গাবতলীতে বাংলাদেশ বাস মালিক গ্রুপ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে বাস চলাচলের ঘোষণা দেওয়া হয়।

রুহুল বলেন,“ এরপর গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাত সাড়ে ৯টার দিকে হানিফ পরিবহনের একটি বাস এবং রাত ১০টার দিকে অরিণ ট্রাভেলসের দুটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।”

এছাড়া পর্যায়ক্রমে গাইবান্ধা টার্মিনাল থেকে অনান্য পরিবহনের বাসগুলোও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান তিনি।  

গাইবান্ধার পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রধান বিপ্লব বলেন, বহিরাগত বাস মালিক, মোটর শ্রমিক ইউনিয়নের নেতা, বাস স্টাফ এবং গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের যৌথ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়।

“ওই বৈঠকে সকল প্রকার অভ্যন্তরীণ কোন্দলের অবসান হয়।”

বর্ধিত হারে টোল আদায় ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সড়কে যানবাহনের নিরাপত্তার বিধানের দাবিতে গত শনিবার (৬ জুলাই) সকাল থেকে ঢাকার বাস মালিকরা গাইবান্ধা থেকে ঢাকাসহ দক্ষিণ অঞ্চল রুটে সকল বাস চলাচল বন্ধ রেখে ছিলেন।