নবজাতককে অন্যের বাড়ি রেখে গেলেন মা

নেত্রকোণায় অজ্ঞাত পরিচয় বাকপ্রতিবন্ধী এক প্রসূতি তার নবজাতককে একটি বাড়িতে রেখে চলে গেছেন।

লাভলু পাল চৌধুরী নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 04:40 PM
Updated : 19 May 2019, 04:40 PM

রোববার ভোরে জেলা শহরের জয়নগর এলাকায় একটি বাসায় তিনি তার ছেলেকে রেখে যান। শিশুটিকে নিয়ে এখন বিপাকে আছেন ওই বাড়ির সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার সন্ধ্যার দিকে জয়নগর এলাকায় আমেনা আক্তারের বাড়ির সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধী নারী।

আমেনা আক্তার বলেন, পরে তিনি মেয়েটিকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই রাতে একটি ছেলে হয় ওই নারীর।

আমেনা বলেন, “শনিবার রাত ৮টার দিকে ওই প্রতিবন্ধী তার সন্তান নিয়ে আমার বাসায় এসে আশ্রয় চান বলে ইশারায় জানান। আমি তাকে বাসার একটি কক্ষে থাকতে দিই।

“কিন্তু রোববার ভোর ৫টার দিকে দেখি শিশুটি রয়েছে, কিন্তু মা চলে গেছেন।”

পরে বিষয়টি নেত্রকোণা মডেল থানায় জানালে পুলিশ তাদের সমাজসেবা কাযালয়ে পাঠায় বলে আমেনা জানান।

আমেনা আরও বলেন, বাচ্চাটি খাওয়ার জন্য কাঁদছে। তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, শিশুটিসহ ওই আশ্রয়দাতা নারীকে সমাজসেবা কাযালয়ের পাঠানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আশ্রয়দাতা ওই নারী শিশুটিকে নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন শিশুটি সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।